শুভ দিন -রত্না চক্রবর্তী মুখার্জী সেদিন বোধহয় নক্ষত্রামৃতযোগ হয়েছিল সেই গুরুবারে স্বাতী,পুনর্বসু,পুষ্যা ও অনুরাধা হ’তে অনিবার জ্যোতি এসে পড়েছিল আমাদের পথের উপরে তাই বুঝি আমাদের পায়ে পায়ে ছায়াপথ হ’লো। পৃথিবীর কাজ শেষে,এসো, সেই পথে হাঁটি এই পথে অমৃত, তুমি জানো,এই পথে মরণের জয় সূর্য দিয়ে ঢাকা দিন আলো চলে গেলে এই পথ […]
অভিযোজন-হীন
অভিযোজন-হীন -রত্না চক্রবর্তী মুখার্জী মুন, অনেক অপেক্ষা আর আকাঙ্খার শেষে বাবা-মায়ের কোলে একমাত্র সন্তান জন্মগ্ৰহণ করল।মা বাবার নয়নের মণি।তারপর ধীরে ধীরে বড় হতে থাকলো মুন। : কই গো, কোথায় গেলে? মুনের বোধহয় খিদে পেয়েছে, কেমন ঠোঁট ফুলিয়ে কাঁদছে। তাড়াতাড়ি ওর খাবার নিয়ে এস।বাটি স্টেরিলাইজ করেছ তো?হাত ধুয়েছে সাবান দিয়ে?ওর জন্য যে বাটি চামচ এনেছি,সেগুলোই ব্যবহার […]