বেগুনের গুণ – অনিন্দ্য ভুক্ত সুজাতা হাঁ হাঁ করে ওঠার আগেই রমাপদ ধপ করে বসে পড়েছেন। তাও কিনা পোকা বেগুনের কারণে! একদিন বাজার করতে এসে সুজাতার যা চোখে পড়ে গেল দাঁড়িয়ে দাঁড়িয়েই, নিত্য বাজারে অভ্যস্ত মানুষটাকে তার জন্য বসে পড়তে হলো! রাগে দাঁত কিড়মিড় করে উঠলেন সুজাতা। কি কুক্ষণেই না ইচ্ছে হয়েছিল আজ […]