কবিতা- “দোঁহে একত্রে”

“দোঁহে একত্রে”– রুনা দেব চৌধুরী     যখন কহিলে তুমি, ‘দাঁড়াও’“নয়ন মুদি মম সম্মুখেহেরিব তোমারে আজি নুতন পলকে”মুহূর্তেই বক্ষমাঝে করে দুরুদুরু,কি হেরিবে আমারে আজ নুতন আঙ্গিকে —আমি তো সেই পুরাতন অন্তসলীলা,রূপহীন, গুনহীন, বক্ষমাঝে ছিলা,নীরবে নিভৃতে তব শিরা ধমনীতে,বয়ে চলে অবিরাম শোণিতধারাতে।তব হৃদয় মাঝে আছি বিরাজিত,রহি ঘুমে কখনো বা রহি জাগ্রত,খুঁজে ফিরি সদা তাই তেমনই হৃদয়,আনন […]