ভাগ-নেয়– লোকনাথ ভট্টাচার্য্য রামবাবুকে মনে পড়ে। পুরো নাম রামচন্দ্র ভট্টাচার্য। মেট্রো গোল্ড মেয়ার কোম্পানিতে টাইপিস্টের চাকরি করতেন। সহকর্মীরা তাকে রামবাবু বলে সম্মোধন করলেও কোম্পানির বিদেশি সাহেবরা তার নামের থেকে পদবীকে বেশি প্রাধান্য দিতেন। সাহেবরা রামবাবুকে ব্যাটারি চার্জ বলে ডাকতেন। সেটা ভট্টাচার্য্য উচ্চারণের অপারগতার জন্য, না রামবাবুর রসিকতার ব্যাটারি সবর্দা চার্জ থাকতো বলে তা বলতে […]