• কবিতা

    কবিতা- নীরব সঙ্গম

    নীরব সঙ্গম
    -শর্মিষ্ঠা রায়

     

     

    সোনালী জরির বেনারসীর রোদে সেজেছে ধরা,
    সদ্যস্নাতা নববধূর সিঁদুরের টিপের মতো দিবাকর যৌবনে ভরা।
    যেন যৌবন জ্বালা ছড়িয়ে, পুড়িয়ে দিতে চায়,
    নীরব প্রকৃতির আপাদমস্তক স্নান এ আগুন ধারায়!
    এ ধরার প্রতি ধূলিকণা যেন কামনার আগুনে উত্তপ্ত,
    এ কোন দুর্বার সঙ্গমে চায় হতে লিপ্ত?
    পুরুষতান্ত্রিক সমাজে এ এক প্রতিবাদহীন সঙ্গম!
    প্রতিনিয়ত ঘটে চলে,ধরণী তুমি কি প্রতিবাদে অক্ষম?
    এ এক অলিখিত সঙ্গম শৃঙ্খলা,
    নীরবে দহন সওয়া নয়তো হেলাফেলা।

You cannot copy content of this page