• কবিতা

    এই ঠিকানায়

    এই ঠিকানায়
    -শশী বালা অধিকারী

     

     

    এই ঠিকানায় পাঠিয়ে দিও
    উথলে পরা খুশি ,
    হাজার মেঘের ছুটোছুটি
    সকল বীনার বাঁশি।
    জ্যোৎস্না রাতে ঝুলছে মেঘে
    ফুটন্ত সব তারা ,
    দিও তুমি তাদের এনে
    প্রাণের হাসি যারা।
    নদী সাগর পাহাড় আমার
    বন্ধু হতে চায়,
    সাত সমুদ্রের উদার হাওয়া
    আলতো ছুঁয়ে যায়।
    এই ঠিকানায় পাঠিয়ে দিও
    সূর্য্য দেবের তাপ,
    অন্ধকারের বন্ধ ঘরে
    জ্যোৎস্না রাতের ঝাঁপ।
    রামধনু আর শুক তারার
    মুক্ত আলাপন
    এই ঠিকানায় পৌঁছে দাও
    সপ্ত রাজার পন।
    নিভু নিভু সলতেটা
    মাতোয়ারা শোকে,
    সারা বেলা খেলা খেলা
    শ্যাওলা জমা বুকে ।
    এই ঠিকানায় পাঠিয়ে দিও
    তোমার যত সুখ,
    স্নেহ প্রেম ভালোবাসায়
    আমার হাসুক দুখ ।

  • কবিতা

    লালায়িত অক্ষরে

    লালায়িত অক্ষরে
    -শশী বালা অধিকারী

     

     

    স্রষ্টা তুমি সৃষ্টিকে আহুতি দিয়েছো কি
    তোমার সেই লালায়িত অক্ষরে ?
    বাইরে বিস্ফোরন !ঝলসিত শ্বেত শঙ্খ,
    দাউ দাউ দাবানলে !
    নজরুল ,রবীন্দ্রনাথের নাট্য ভূমিতে
    রক্ত ! রক্তাক্ত লঙ্কা -রাবন ।
    তুমি আহুতি দিয়েছো কি
    লালায়িত অক্ষরে ?
    সেই বিজয়ের মাল্য অনবদ্য
    শ্মশানে !
    চলে যাও গঙ্গা স্নানে !পিছন ফিরো না আর
    দেখেছো কি চেয়ে হুঙ্কারিত ঝড় !
    তোমার জন্য সেই গঙ্গাই ঠিক আছে
    যাতে তুমি গা ভাসিয়ে –
    দুরের নিরালায় চলে যাও ।
    পিছনে ফিরো না আর !
    শুধু লিখে যাও কয়েক ছত্র লাইন
    রক্তের আঙিনায় –
    লালায়িত অক্ষরে !

You cannot copy content of this page