গল্প_হলেও_সত্যি -শানজানা আলম রোকেয়ার সকাল থেকে মনটা অস্থির লাগছে। আয়াশকে কোল থেকে নামাতে ইচ্ছে করছে না। ওর একটু কাশি হচ্ছে। আশরাফ চাচার কাছ থেকে হোমিও ওষুধ নিয়ে আসতে হবে। ঘরের কাজ কর্মও পড়ে আছে। মন লাগছে না। অরিন খেলছে পাশের রুমে। রোকেয়া উঁকি দিয়ে দেখে এলো। শাশুড়ির ঘরেও উঁকি দিল। নামাজ পড়ছেন। এখন গেলে ভালো হতো। […]
প্রত্যাবর্তন
প্রত্যাবর্তন -শানজানা আলাম শুভমিতা যখন রায়চৌধুরী বাড়ির সামনে এসে দাঁড়ায়, তখন দুপুরের রোদের তেজ কমেছে। বাড়িটা জরাজীর্ণ হয়ে গিয়েছে একেবারেই। শুভমিতার পূর্বপুরুষদের বাড়ি, শুভমিতার বুকের মধ্যে একটা কাঁপন লাগে, কোথাও যেন একটা চিনচিনে ব্যাথা নাড়া দেয়। বাড়ির সামনে সাইনবোর্ড লাগানো ‘বাহাউদ্দীন ম্যানশন’। পাথরে খোদাই করা ‘রায়চৌধুরী বাড়ি’ এর উপর জোর করে বসানো হয়েছে […]