বিশ্বাসঘাতক

বিশ্বাসঘাতক-শুভ্রা বাড়ৈ   আমার পঞ্চেন্দ্রিয়রা সক্রিয়খুশির জোয়ারে ভেসে যাওয়া মন, দেহ উদ্বেলিত প্রাণ।শীতের শেষ বিকেলে কিছুটা উষ্ণতা পাবার আসায় ফার জড়ানো।মন্দিরে চলছিল সন্ধ্যা আরতির প্রস্তুতি।তোমার পছন্দের রঙ সমুদ্রনীল শাড়িতে, আভরণ হীন,হাতে তোমার ভালবাসার রজনীগন্ধার গুচ্ছ।সলজ্জ চাহনিতে ছিল সমর্পণের আয়োজন।কত বছর পরে বঁধুয়া আমায়নেবে ডেকে নতুন করে নতুন আমিকে। চলেছি একা সেই পথে, যে পথে ডেকেছে […]