• কবিতা

    কবিতা- দায়সারা

    দায়সারা
    সংযুক্তা আচার্য সেনগুপ্ত

     

     

    মাঝে মাঝে খুব হিংসা হয়ে
    সবাই কত আনন্দ আছে
    আমার বুকের ভিতরে শুধু জমাট বাধা ক্ষত
    ভালো থাকতে নেই যেন
    শুধু কষ্টের পাহাড়ে ওঠা
    আমাদের কাটানো মুহূর্তগুলো
    শুধু এবং শুধুই খারাপ
    ভালো মুহূর্তটা চেষ্টা করার দায়ে
    শুধু একা আমার কাঁধে
    তার নিরন্তর চেষ্টাতে
    বিফল হতে হতে
    ইচ্ছাগুলো যেন অসহায়
    তারাও হার মেনে নিয়েছে
    তবুও ফেসবুক উপর নিচ
    আমার উচু ছাদ
    আমাদের
    ভাঙ্গা কার্নিশ
    মুহূর্তগুলো খুবদামি
    তারাও অভিমান করে
    চলে গেছে
    অনেকদিন আগেই
    ..না ফেরার দেশে
    তবুও বার বার করে
    মনে হয় ইস আমিও যদি
    এমনি করতে পারতাম
    আফসোসের লাগাম ছাড়া
    একঘেঁয়ে গতনাগতিক জীবন
    দায়সারা ভালোবাসা
    কষ্টের আদ্রতা বাড়া।

<p>You cannot copy content of this page</p>