দিনবদল– সজল মান্না মাঠের মাঝে, গগনতলে, একাকী বিকালে,নিভৃতে ছিলাম বসে।সূর্যাস্ত তখনো হয়নি, তবুও সন্ধ্যা নামার আগে,ধ্রুবতারা উঠলো মাঝ আকাশে। দেখতে থাকি তারে আমি একদৃষ্টেআকাশ পানে চেয়ে।তখন কেউ কোথাও নেই, কিছু তুলোর মতো মেঘপুঞ্জরয়েছে আকাশ ছেয়ে। দিগন্তের সুদুরপ্রান্ত হতে আজও ভেসে আসছেসুমধুর একতারাটির সুর,একান্তে বসে জীবনের পথে বাউল এর মন হয়তোআজও উদাস, বেদনা বিধুর। […]