শহরের ইতিকথা -সঞ্জয় কুমার মুখোপাধ্যায় শহরকে ভালোবেসে দেখেছিলাম কত স্বপ্ন ভেবেছিলাম আগামি জন্মেও তুমি হবে শুধুই আমারই ! দেখলাম তোমার রাজপথে জেগে আছে ধ্বংস, হওয়া রোম নগরীর ফসিল। তুমি ঘুমিয়ে দুষিত আকাশের মাঝে, এক নিদ্রাহীন শহর ! কবেই হারিয়েছে তোমার জীবনমুখী নজর। রাত জাগা পাখির ডানা ঝাপটানোর আওয়াজ অধরা কৃষ্ণগহ্বরে বয়ে যায়। আমি বেঁচে আছি […]
কবিতা- বিপ্লব
বিপ্লব– সঞ্জয় কুমার মুখোপাধ্যায় বিপ্লব এমনিতে সহজে আসে না,টিফিনে কলেজের ক্যান্টিনে টেবিল বাজিয়ে নয়।পাড়ার মোড়ে দাঁড়িয়ে শেখানো কপচানোতে নয়,ক্লাবের মাতব্বর হয়ে শিখিয়ে পড়িয়েগণসঙ্গীত গেয়ে দিলেও নয়! বিপ্লব কোনদিন আসেও নি,এভাবে আসবেও না।পূজোর সময় মাও সে তুং বই বেচাকেনা,ঘরে ঘরে কৌটো নিয়ে লিফলেট বিলি করাসবসময় বিপ্লব মেরেছে! পৃথিবীর ইতিহাসে সাক্ষী…বিপ্লব আসে দৈন্যতায়,সমষ্টিবাদ নিয়ে সাম্যের […]