ভাগের মা-সম্পদ দাস ন’মাস ধরে, কাতরে মরে,সহ্য করেছিলাম প্রসব যন্ত্রণা।আজ তিন ছেলের ঘরে, পালা করে,আমার বিসর্জনের চলেছে মন্ত্রণা।।মেরুদণ্ড আমার নেই যে সোজা,তাই তো হয়েছি এ সংসারের বোঝা,আমি যে এখন সবার ভাগের মা।বড়ই দায় মাথা গোঁজা,লক্ষ্য আমার মৃত্যুকে খোঁজা,এখন ছেলে বৌ দেখছে সাপের পাঁচ পা।।আজ ঘরেতে আমার ঝুলছে তালা,চার মাস করে তিন ছেলের পালা,লাঞ্ছনা আর গঞ্জনায় […]
বহুরূপী
বহুরূপী -সম্পদ দাস মশগুল আমার দিল, তাই সেজেছি কোকিল, আমি কাকের বাসায় পাড়ি ডিম, সাথে রয়েছে ডুয়েল সিম। গৃহিণীর কাছে সাজি স্তৈন্য, পরস্ত্রীর প্রতি নইকো মৌন, মাছ ঢাকতে ব্যবহার করি শাক, যদিও বাড়ির বাইরে আমি বাঘ॥ বেশভূষায় কদর রাখতে জানি, গৃহিণীর সাজসজ্জায় একটু অভিমানী, পারফিউমের উড়ন্ত সুবাসে, আমার কচি মন খিলখিলিয়ে হাসে। […]