কবিতা- ভালবাসার গান

ভালবাসার গান– সীমা চক্রবর্তী   অনেক লিখেছি আমিতবু তোমায় হয়নি লেখাএকটা জীবন পেরিয়ে এলামআজও তুমি অ-দেখা।চৈত্রদিনের ঝরা পাতায় যখনবনপথ যায় ঢেকেসূর্য যখন আপন খেয়ালেআলপনা যায় এঁকেতখন মনের কোনায় মেঘ জমেউদাস বাউল সুরেতোমার কথারা ভেসে যায়চোখ যায় যতদুরে। অনেক ভাবনারা আসে যায়তবু তোমাকে কখনো ভাবিনিতাই তোমার মাঝে আমার চিহ্নরাখতে চেয়েও পারিনি।শুকনো পাতার মতোইমড়মড়ে কিছু শব্দ দিয়েলিখবো […]

কবিতা- চিঠি

চিঠি-সীমা চক্রবর্তী   বুকের ভিতর কান্না চেপেলিখেছি চিঠি তোমার নামেঠিকানাটাও মুক্তাক্ষরেদিয়েছি লিখে চিঠির খামে। ডাক – বাক্সে ফেলতে চিঠিযাচ্ছিলাম ঐ পথের বাঁকেআজকে দিলে পেয়ে যাবেকাল বিকেলের প্রথম ডাকে। মনের যতো কথা ছিললিখে ছিলাম উজাড় করেহয়তো ভীষণ অবাক হবেআমার লেখা চিঠি পড়ে। পথের মাঝে হটাৎ এলোকালবোশেখির দমকা হাওয়াভীরু চোখে দেখলাম চিঠিরহাত ফসকে উড়ে যাওয়া। খোঁজাখুঁজি করেও […]

কবিতা- প্রেম-হীনতা

প্রেম-হীনতা-সীমা চক্রবর্তী   আমারও ছিল বুকের ভিতর সূর্য রঙা আলোএকটু খানি আমায় তুমি বাসতে যদি ভালো। যতো প্রেম ছিল মননে, ভুবন টা যেতো ভরেসবটা ছিল তোমার জন্য, তোমায় দেবার তরে।আজও বুঝিনি, তোমার এতো কিসের অহংকারকেন দম্ভ ভরে ভাঙলে মন, করলে চুরমার। জীবন তরী জোয়ার-ভাটায় করতো না টলোমলোএকটু খানি আমায় তুমি বাসতে যদি ভালো। আমারও ছিল […]

কবিতা- তোমাকে চাই

তোমাকে চাই-সীমা চক্রবর্তী নিশিদিন আমি তোমাকে চাইআমার অন্তরের বাগিচায়রঙের মেলায় তোমাকে চাই,চাই সুনীল আকাশের গায়ে। তোমাকে চাই নির্জন গিরিপথে,গগন চুম্বি পর্বত মালায়তোমাকে চাই বনে – বনান্তরেসবুজ রঙা সাগর – বালুকায়। তোমাকে চাই পূর্ণিমা লগ্নেরজত – কান্তি চাঁদের আশেপাশেতোমাকে চাই রাত্রি দিনের সন্ধিক্ষণেমাতাল করা পূর্বাকাশে। তোমাকে চাই মুঝে যাওয়া পথেশ্যামল সবুজ দূর্বাঘাসেতোমাকে চাই প্রেমে – অপ্রেমেঅঙ্গীকারের […]

অস্থির চিত্ত

অস্থির চিত্ত-সীমা চক্রবর্তী   কিসের নেশায় ছুটে বেড়াই কি যে চাই আমিতীব্র এই অস্থিরতা যায়না কেন থামি।ভাঙছে আকাশ মাথার প’রে ভূমিও যাচ্ছে ফেটেলাভার মতো গলছে পা, তবুও যাচ্ছি হেঁটে। এরপরেও প্রবলতার হানছে বুকে ঢেউহাতটি ধরে রুখবে আমায়, এমন নেই তো কেউ।থামতে গেলেই বুকের ভিতর উষ্ণ মেঘে ভরেবিভীষিকার করাল গ্রাস নিচ্ছে আমায় ঘিরে। ফাটছে যেন কানের […]

বিদায়

বিদায়-সীমা চক্রবর্তী   এবার যাওয়ার সময় হলোদাও তবে বিদায়বেদনা বিদুর স্মৃতির বোঝাকেমনে বহিব হায়। স্রোতস্বিনীর দু’কুল যেমনমিলন নাহি তো তারতোমার আমার তেমনি সখ্যদুইজন দুই ধার। অনন্ত কালের বাহিত নদীগেয়ে যায় কতো গাঁথাতারই ভেজা তটে খোদিতকতো শত উপকথা। অবিদিত এই যাত্রা পথেরহবে বুঝি চির অন্তআর দূর নেই….আকাশ মাটি ঐ চুমিছে দিগন্ত। বৃথাই হলো জন্ম আমারবৃথাই এ […]

অ-প্রেম

অ-প্রেম-সীমা চক্রবর্তী   বড় অসময়ে এলে গো ফাগুনজ্বালাতে চাহ এ মনে আগুনকি উপচারে করিব বরণআসিছো নিয়া এ কোন সমীরণ। দগ্ধে দগ্ধে গলিত এ হিয়াবাজালে বাঁশি মরমে পশিয়াচারিদিকে এতো উল্লাস কেনগুনগুন অলি গাহিছে যেন। কোকিলাও সাথে উঠিলো ডাকিপ্রজাপতি মনের লাজুক উঁকিরামধনু রঙ আকাশের গায়েঝিকিমিকি হাসি তারায় তারায়। মহুয়ার নেশা লাগিছে মনেশিমূল পলাশও ডাকিছে সনেকৃষ্ণচুড়ার ঐ হাতছানিউপেক্ষা […]

যদি মনে পরে

যদি মনে পরে-সীমা চক্রবর্তী     আমায় যদি কখনো মনে পড়েচিলেকোঠায় একটা প্রদীপ জ্বেলো,নিত্যদিনের হাজার কাজের ফাঁকেমিথ্যে করেই একটু বেসো ভালো। হলোই বা তোমার অন্য কেউ প্রিয়স্বপ্নে না হয় আমায় সাথে নিও,আছে যতো রোজের বাস্তবতাক্ষণিকের তরে ভুলেই না হয় যেও। দেখিনি তোমায় বহু যুগ হলোতবু বন্ধ চোখে তোমার মুখটা ভাসে,তোমায় ঘিরে আমার অনুভূতিসবুজ হয়ে লুটায় […]

বদলে গেছি

বদলে গেছি-সীমা চক্রবর্তী     সত্যি তো আমি বদলে গেছিআগের মতো নইতাই চেতনা গুলোর মৃত্যু দেখেওউদাস হয়ে রই।বহুদিন আমার হয়না দেখানিঝুম রাতের আকাশপূর্ণ শশীর জ্যোৎস্নায় ভেজারপাই না তো অবকাশ।কাব্য ছন্দের মিলন তরেব্যাকুল নইতো আরআঁকার খাতাও মলিন হয়েছেলুপ্ত রঙের বাহার।ধূলোয় ঢাকা “সঞ্চয়িতা”তেমনই থাকে পরেমাকড়সা সেথায় মনের সুখেআলপনা যায় গড়ে।অপ্রাপ্তির বেড়া জালেসত্যিই বদলে গেছি কতোবইয়ের ভাঁজে পিষ্ট […]

ব্যবধান

ব্যবধান– সীমা চক্রবর্তী     এ জীবনে কখনো দেখা হবে না তা জানিতোমার আমার মধ্যে বাতাস করবে কানাকানি।তুমি হলে অঝোর ধারা চাতক পাখির প্রাণেআমি এক রুক্ষ মরু, শুষ্কতার টানে।সাগর ঢেউয়ের শুভ্র সফেন তোমার হাসির ঝলকবিবর্ণতার ধূলায় আঁকা আমার মাথার তিলক।দিগন্ত নীল আকাশ তোমার মুক্তির হাতছানিতপ্ত ভূমি শয্যা আমার, প্রতিপদে হয়রানি।উদ্দাম স্রোত তোমার শরীর, অটুট তবু […]