চালচিত্র-সুপর্ণা বন্দ্যোপাধ্যায় আমি কিছুতেই ছবি আঁকতে পারি না।যারা ক্যানভাসে রঙ ছুঁইয়ে খেয়াল খুশির ছবি আঁকে তাদের দেখলে আমার বড়ো হিংসে হয়। ছোটোবেলায় মা’কে দেখতামসাদা আর্ট পেপারের ওপর ঝুঁকে পড়া আত্মমগ্ন মুখ।হাতের এইচ-বি পেন্সিলটা মায়ের সঙ্গে কথা বলতো।ছবিগুলো মা খুব যত্ন করে রাখতো একটা ফিরোজা রঙের কভার ফাইলে।মা’কে ছবি আঁকতে দেখলে সবচেয়ে খুশি হতো […]
কবিতা – অপেক্ষা
অপেক্ষা-সুপর্ণা বন্দ্যোপাধ্যায় দিনগুলো সব অনিশ্চয়ের খাতেচুরি হয়ে গেছে নির্ঘুম কিছু রাত,ভালোবাসাদের নিষেধ মানতে নেইপ্রাণপণে চাই ধরে আছি ওই হাত। এখন তুমি অন্য গ্যালাক্সিতেনজরবন্দি, প্রলাপেরা সংযত,মন থেকে মনে উষ্ণতা ঢেলে দিতেজড়িয়ে রয়েছি আলোকলতার মতো। আমার গ্ৰহের ধূসর দুপুর রাতস্যাটেলাইট আর রিংটোনে জেগে আছে।দূরত্ব মানে গাণিতিক পরিমাপতুমি আর আমি এখনও খুব কাছে। […]