কবিতা- মালতীর শেষ অধ্যায়

মালতীর শেষ অধ্যায়–সুবিনয় হালদার     জন্মানোর সাথে সাথে বাঁচার লড়াইবলা ভাল- মায়ের গর্ভে যখন সবে মাত্র ঠাঁই..সেই দিন থেকেই টিকে থাকার আপ্রাণ যুদ্ধ, আঁকড়ে ধরা, মানিয়ে চলা, অন্যায়ের সঙ্গে আপোষ করা-মায়ে- পোয়,রক্তের টান,উর্বর জমি ভাগ হতে দেখা-,ওই মুখোশ পড়া ভাল মানুষদের ছলচাতুরী আর ক্ররতার কাছে!যারা শুধু স্বার্থ আর অর্থের ক্ষমতাবলেভোগ করে এসেছে বারংবার,সেকি যন্ত্রনার- […]