• কবিতা

    মন বাঁধবি কিসে?

    মন বাঁধবি কিসে?
    -সুমনা দাসদত্ত 

    সংসার বলতে কি বোঝো প্রিয়

    আচ্ছা পাশে থাকা বলে কাকে ?

    এই তো ষোলো বছর আগে অনির্বাণ

    হারিয়ে ফেলেছিল  জহিরাকে।

    তবুও তাদের অন্য পৃথিবী

    ফুলদানীতে সাজিয়ে রাখা তাক

    কতদূরে সরাতে পেরেছো

    উঁকি মেরে দেখে লেলিনের বই’য়ে

    রাখা শুকনো গোলাপ।

    ধর্ম সেদিন রাঙ্গিয়ে ছিলো চোখ

    শাসিয়ে ছিলো খুব

    এক পৃথিবী বদলে গেলো অন্য পৃথিবীতে

    আজো তো দেখলাম অরুন্ধতীর

    বুকে সংসার করে মেহেবুব।

    আসলে কি জান?

    তুমি বলো,আর সে’ই বলো

    সব কিন্তু  কবিতারই ছুতো।

    নিজের মধ্যে নিজেই

    সবাই হাঁটছি ক্রমাগত।

You cannot copy content of this page