• অণু কবিতা

    কবিতা- প্রজাপতি ও তুমি

    প্রজাপতি ও তুমি
    – সুশান্ত দাস

     

     

    হে নাবালিকা তুমি সজীব প্রকৃতি,
    তোমার বক্ষ মাঝের প্রস্ফুটিত হতে থাকা
    ফুলের কুঁড়ির সুবাস মাখতে চাওয়া বাতাস,
    স্পর্শ গন্ধের অপেক্ষায় থাকা আকাশ।
    নির্বোধের হৃদয় অন্তপুরের প্রকৃত চাওয়া,
    আমার অজানা আবছা অপরাধ।
    দূরন্ত দুপুরের অচেনা অবহেলা,
    অনেকটা বৃষ্টি ভেজা পড়ন্ত বিকেল বেলা।
    যদি বাড়িয়ে দাও আলগা বাহুদয় আনমনে,
    আমি প্রজাপতি হতে পারি প্রেমেরই গানে।

  • কবিতা

    কবিতা- আগামীর প্রভাত

    আগামীর প্রভাত
    – সুশান্ত দাস

     

     

    আজ গ্রেটা হয়তো হাসছে-
    কোনো এক আবদ্ধ গৃহে,
    হয়তো বা অন্য কোথাও।
    আজ নির্ভয়ারা হয়তো হাসছে
    কোনো এক গ্রামে,
    অথবা শহরের বস্তিতে।
    আজ নেতারা হয়তো কাঁদছে,
    কোনো না কোনো বিবেক বোধে।
    আজ পাখিরা উড়ছে নির্ভয়ে ও নির্জনে,
    প্রকৃতি হাসছে প্রাণ খুলে।
    ধর্ম আজ কাঁদছে চরম মৃত্যু ভয়ে,
    আর পরিবহরা অক্লান্ত সেবা করছে,
    পুলিশেরা আজ সত্যই পাহারা দিচ্ছে।
    সেই কল্প কথার মায়াজাল ভেঙে,
    আজ হয়তো সকাল সত্যি হতে চাইছে।

<p>You cannot copy content of this page</p>