-
অণু কবিতা- বাড়িটি
বাড়িটি
-সুশীল মণ্ডলপাণ্ডুর চাঁদের আলোয় বাড়িটি ঘুমায়
শিল্পীর ইজেলে আঁকা এ বাড়িতে
মেঘমল্লার ঝরে।অখণ্ড সম্পর্কের বহ্নিশিখা
বাড়িটির শরীরে মাখিয়ে দিয়েছে
বসন্তরঙা আবীর।বাড়িটির একজীবন বয়স
ছুঁয়েছে, দাম্পত্যের তন্ময় সাধনা
কখনো শোকে, কখনো গানের
অভিযাত্রায়।বাড়িটির ক্ষতদাগ একটি অনন্য অধ্যায়।