গল্প- এক অন্যধরনের দুর্গাপুজো

এক অন্যধরনের দুর্গাপুজো -সৈকত সরদার   সে অনেক বছর আগের কথা, ছোটবেলার কোন কথাই এখন ওর মনে পড়ে না। অবশ্য ও তো এখনও ছোটই। কতই বা বয়স হবে, সেটাও জানে না ঠিক করে। মোটামুটি সবকিছু যখন বুঝতে শিখল, তখন ও দেখে যে ও রাস্তায়, বাটি হাতে বসে আছে, যার যা মনে হচ্ছে দিয়ে যাচ্ছে। ঠিক […]