• কবিতা

    কবিতা- প্রবাসী প্রেম

    প্রবাসী প্রেম
    -সোনালী গোস্বামী

     

     

    মনে পড়ে প্রথম ফোনে অবাঙালির স্বর…
    তিলে তিলে গড়ে তোলা স্বপ্ন দেখার ঘর..
    রাত দুপুরে ভিন রাজ্যের খঞ্জনির ওই তাল..
    আবেগ মাখা মিষ্টি মধুর শুধুই মায়া জাল..
    ঘনিয়ে আসা সন্ধ‍্যা বেলার কাঁসর ঝাঁঝর ঘণ্টা..
    পড়লে মনে সমস্ত দিন ঝিমিয়ে থাকে মনটা…
    নিশুতি রাতে গল্প বলা মন খারাপের সাথি…
    চলে যে যায় অনেক দূরে নিভিয়ে দিয়ে বাতি…
    নিভলে বাতি অন্ধকারে প্রহরগুলো গুনি..
    ইচ্ছে করে আর একটিবার তোমার কন্ঠ শুনি…
    পিছন ফিরে তাকিয়ে দেখি সঙ্গে নেই আর কেউ..
    একলা ঘরে একলা আমি আর মন কেমনের ঢেউ…

You cannot copy content of this page