তুমি -সৌপ্তিক কুমার মান্না তোমার জীবন গোছানো। গড়পড়তা মানুষের ধারণা অনুযায়ী তুমি গোছানো, কারণ – তুমি প্রতিষ্ঠিত। তবে, “যা বলে বলুক লোকে” – আমার চোখে তুমি বড্ড বেশি অগোছালো। দুরন্ত-অশান্ত আর খাপ ছাড়া। তোমার মাথার উপর উন্মুক্ত আকাশ তবে সেটা নীল নয়, বরং কালো চাঁদোয়ার সেই আকাশে জ্বলে কয়েকটি তারা, ক্ষীণ-জীর্ণ, আজ পুরাতনের দলে। ভোরের […]