সেও বলে গেল -স্বপন কুমার রায় মাঝে মাঝে অদৃশ্য হয়ে ঢুকে পড়ি তোমাদের ষড়যন্ত্রে ; পলাশীর বিশ্বাসঘাতক কঙ্কালগুলি তখন লজ্জায় ফিসফিস করে , যাবার সময় আমার বিস্ফোরিত মানব আত্মা রেখেছিলাম ,গোপন অন্ধকার কুঠুরিতে যেন,কখন জানি লখীন্দরের মৃত্যুর আগে মনসা আমার আত্মা গিলে ফেলে ; ফিরে এসে ছুঁয়ে দেখি গোপন কুঠুরি অভিশাপে ভর্তি ; আমাকে তাড়া […]
গণতন্ত্রের নামাবলি
গণতন্ত্রের নামাবলি -স্বপন কুমার রায় চারদিকে অবিশ্বাস্য গণতন্ত্রের আস্ফালন তালিমারা গণতন্ত্রের ফাঁকগলে চোরা রক্ত স্রোত, হবু রাজা গবু মন্ত্রীর হরবোলা মুখে মিথ্যা প্রতিশ্রুতি যেন উদ্যত নাগিনীর বিষাক্ত ছোবলে কেড়ে নেয় সুশীল প্রাণ , আজ প্রান্তিক মানুষ গণতন্ত্রের বাজারে পণ্য ক্রেতা বিক্রেতার সম্পর্কে সামন্ততন্ত্র ; যেন স্বাধিকার কেড়ে নেয় দেশ বিক্রির দালালের মতোই নগ্ন […]