• কবিতা

    ডিটেক্ট গ্রাজুয়েশন

    ডিটেক্ট গ্রাজুয়েশন
    -হরে বর্মন

     

     

    তুমি ফিরে এলে
    ক্যামেলিয়া হাতে নিয়ে
    তাহলে আমার সামনে একটু হাঁটু গেড়ে বসো
    চুলের ক্লিপটা খোলো
    দেখো প্রেম হয় কিনা ?

     

    তুমি আবারও নতুন করে ফিরে এলে
    একগুচ্ছ গ্ল্যাডিওলাস হাতে নিয়ে
    অতৃপ্ত শরীরের ভাজে খুঁজে নিচ্ছো চোরাপথ সেক্সড্রন
    ঠোঁটে তোমার জ্বলন্ত বেনসন
    মেকআপ ম্যানের মত ,
    তাহলে চোখে চোখ না রেখে হেসো না , যেও না
    দেখো প্রেম হয় কিনা ?

     

    তুমি অবশেষে আবারও ফিরে এলে
    একগুচ্ছ অর্কিট হাতে নিয়ে
    এটাই কি শেষ প্রেম ?
    দাও জীবনে যতটুকু প্রেম সঞ্চয় করেছো
    সবটুকু দাও ?
    আমি তোমার প্রেমে গ্রাজুয়েশন
    তোমার ঠোঁট চুম্বনেরও গ্রাজুয়েশন ।

<p>You cannot copy content of this page</p>