তেমনি করেই
-তমালী বন্দ্যোপাধ্যায়
যেমন করে মেঘ ভেসে যায় নীল আকাশের দেশে।
তেমনি আমার স্বপ্নগুলো যায় যে নিরুদ্দেশে।
যেমন করে ডানা মেলে যায় পাখি আকাশে।
তেমনি আমার ইচ্ছেগুলো স্বপ্নডানায় ভাসে।
যেমন করে আকাশ থেকে বৃষ্টিধারা ঝরে।
তেমন করেই দুঃখ বারি ঝমঝমিয়ে পড়ে।
যেমন করে শিশিরকণা ঘাসের আগায় থাকে।
তেমন করেই তোমার প্রেম জড়িয়ে আমায় রাখে।
যেমন করে সূর্য ওঠে ভোরের বেলা হলে।
তেমন করেই তোমার মন আমায় গল্প বলে।
যেমন করে মুক্ত লুকোয় ঝিনুকের বুকে।
তেমন করেই তোমার প্রাণে লুকোই পরমসুখে।।
খুব সুন্দর