কবিতা

নারী বচন

নারী বচন

-রীণা চ্যাটার্জী

নারী চেয়েছে স্বাধিকার
সমাজ করেছে হাহাকার
আশেপাশে গেছে ছেয়ে
নারীসত্ত্বার স্পর্ধার চাহিদায়!!
অভ্যস্ত শব্দ “আমি তোমায় দেবো”
না পুরুষ-বলো “ভাগ করে নেবো”
এই স্বাধিকার চেয়েছে নারী।

পুরুষ করেছে স্বেচ্ছাচার
নারী সয়েছে অত্যাচার
সমাজ বলেছে পুরুষাকার!
নারী যদি চায় স্বেচ্ছাচার
পুরুষ কি সইবে সে অত্যাচার?
তবে সমাজ কেন বলে ব্যভিচার?
স্বেচ্ছাচার কি পেয়েছে নারী?

ব্যতিক্রম আছে সবার মাঝে
সমাজটা বদল হচ্ছে হবে
নারীর স্থান ও হচ্ছে বদল
ধরণটা ঠিক “দেবার” আদল
এই অছিলায় আছেই বেঁচে
পুরুষাকারের গঠন সাজে…
এই অধিকার চায় না নারী।।

ভুল কিছু দিয়ে সমাজ গড়া
ভুলের মধ্যেই আমরা ভরা
আমি তুমি ধ্যানটি ভুলি
এসো সাথেই সমাজ গড়ি
“নারীমুক্তি” পুরুষ শক্তি” বিভেদ তুলি
সমমরমী হয়ে এসো সাধের সমাজ গড়ি
এই স্বীকৃতি চেয়েছে নারী।।

 

কোনো বিতর্ক বা ব্যক্তিগত আঘাত উদ্দেশ্য নয়। পাশে থেকে সাথে চলার ইচ্ছাপ্রকাশ।

 

8 Comments

Leave a Reply to AnonymousCancel reply

<p>You cannot copy content of this page</p>