কবিতা

নীলাকাশ দেখেছিল

নীলাকাশ দেখেছিল

-ড.অসিতবরণ ষড়ংগী

মৃত্যুর আগে তার চোখ দুটি পাথর
শরীর জুড়ে নীল মৃত্যু।
ড্রেন থেকে বাচ্চা কুকুরটিকে
রাস্তার ওপর ছুঁড়েছিল ঠাকুরমনি রেজা।
মৃত্যুর আগে সে ল্যাজ নেড়ে
বলতে চেয়েছিলো—–
নিরন্ন পৃথিবী থেকে চলে যেতে চাই
উন্মুখর খেলা ঘর ছেড়ে সে চলে গেলো।
সে চলে গেলো,
সে কি অনন্তে ডুবে গেলো?
মা কুকুর রাতভর অজাগর।
রাত্রির ডানায় নেচেছিলো নীল মৃত্যু।
হিম ঝরা আকাশের নীচে
মা কুকুর কেঁদেছিলো
নীলাকাশ দেখেছিলো সারমেয় মৃত্যু র মুখ।।

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>