কবিতা

স্মৃতিপট

স্মৃতিপট

-রুনু ভট্টাচার্য্য 

শ্রী কেমন আছো তুমি?
জানতে চাইছি !
খুব অবাক হলে তাই না!
কি চাই, আবার তোমার কাছে !
সত্যি জানিনা তো..?
কিন্তু মনে হয় কিছু চাওয়ার আছে তোমার কাছে
যে পাওয়াতে আমার কলম আবার লিখবে স্বপ্নিল ভালোবাসা!
উপেক্ষা আর একাকীত্ব পাশাপাশি থাকবে কবিতার পাতায়।
স্মৃতিরা ফিরে পাবে আবার মনের ক্যানভাসে তোমার প্রতিচ্ছবি ।
রক্ত ঝরবে অপমান লাঞ্ছিত একটা হৃদয়ে সবার গোপনে
জানি আবার প্রতিটি রাত্রি হবে নিদ্রাহীন !.
আর আমি ?
এক সভ্যসমাজের বিকলাঙ্গ অস্তিত্বহীন বিবেক!
জানো এখন কষ্টরা আমাকে আর কষ্ট দেয় না
কিন্তু কষ্টের যে খুব কষ্ট হয় শ্রী !
আজকাল নিঃশ্বাসে পোড়া গন্ধ পাই
প্রেমিক আছে ,প্রেমিকা আছে!
কিন্তু ভালোবাসা …..?

Leave A Comment

You cannot copy content of this page