কবিতা
কবিতা

কৃতজ্ঞতা জানাই প্রিয়তা

কৃতজ্ঞতা জানাই প্রিয়তা

-শর্মিষ্ঠা শেঠ

 

আমার সকল অনুভুতি যখন একই

সরল রেখা বরাবর চলছিলো-

ঠিক তখনই তুমি এসে আমায়

দেখালে এক ভিন্ন অনুভুতির রেখা,

শেখালে ওই অনুভূতির নাম ভালোলাগা।

আমি ভালো লাগার অনুভূতি গুলোকে

একে একে আলাদা করতে শিখলাম।

তুমি আমায় এই শিক্ষাটা দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাই প্রিয়তা।

সব ভালো লাগা যখন এক সাথে মিশে যাচ্ছিলো-

ঠিক তখনি তুমি এসে দেখালে ভিন্ন ভালো লাগার রেখা,

শেখালে ওই ভালো লাগার নামই হচ্ছে ভালোবাসা;

আমি ভালবাসার অনুভূতি গুলোকে একে একে আলাদা করতে শিখলাম,

আমায় এই শিক্ষাটা দেওয়ার জন্য তোমায় কৃতজ্ঞতা জানাই প্রিয়তা।

ভালবাসার সকল অনুভূতি গুলো যখন মিলেমিশে একাকার-

ঠিক তখনই তুমি শেখালে এক ভিন্ন ভালোবাসার রেখা,

তুমি শেখালে এই ভালবাসার নামই হচ্ছে প্রেম;

যার সাথে এক হয়ে মিশে গেছে কামের রেখা,

আমি কামের অনুভূতি গুলোকে একে একে আলাদা করতে শিখলাম।

আমায় এই শিক্ষাটা দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাই প্রিয়তা তোমায়।

আমি ধীরে ধীরে পুরুষত্বের অনুভূতি গুলোকে আলাদা করতে শিখেছি,

এই অনুভূতির মাঝে টানতে শিখেছি পার্থাক্য রেখা।

তবে এত কিছু শেখার পরেও আমার শিক্ষাটা হয়তো অপূর্ণই থেকে যেত-

যদি কিনা তুমি আমায় শেষ শিক্ষাটা না দিয়েই চলে যেতে।

আমার ভালো লাগা, ভালোবাসা, প্রেম, কামনা শেখার পরেও যেন বাদ পরে যায় কিছু,

সে জন্যই মনে হয় সবশেষে তুমি আমায় বিশ্বাস-ঘাতকতা শেখালে।

তুমি শেখালে বিরহের অনুভূতির আরেক ভিন্ন রেখা।

বুঝালে যে এটাই সত্যি, এটাই একমাত্র স্থায়ী।

বিষন্নতার কালো রেখায় হারিয়ে গেছে সব অনুভূতি গুলো।

বিরহের অনুভূতি গুলোর স্বাধ দেবার জন্য সত্যিই চিরকৃতজ্ঞ তোমার কাছে প্রিয়তাl

Loading

3 Comments

  • Anonymous

    বনু এক অনন্য অনুভূতির উপস্থাপন। দারুন লিখেছিস।জীবনপথের ভিন্নতার স্বাদ কবিতায় পেলাম।তোর বলিষ্ঠ লেখনী এগিয়ে চলুক।

Leave a Reply to alapimonCancel reply

<p>You cannot copy content of this page</p>