
জীবনটা নিয়ন্ত্রণে নেই
জীবনটা নিয়ন্ত্রণে নেই
-অমল দাস
জীবনটা নিয়ন্ত্রণে নেই ,
কতকটা গতিহারা নদীর মত …
কতকটা বাঁধন ছাড়া পশুর মত…
আবার কতকটা দুর্বল গ্রথনের
মাটির ক্ষয়ের মত ..।
কি ক্ষয় কি বাঁধন !
বোঝার উপায় নেই..
যেন টুকরো কাঁচের উপর
সূর্যের আলো এলোপাথাড়ি ছড়িয়ে ছিটিয়ে থাকা ।
না ! নির্দিষ্ট আলোক পথ নেই,
লক্ষ্য হয়তো কোটি আলোকবর্ষ দূরে..
হয়তো পাশেই !
আপাতত দেখার ছোঁয়ার উপায় নেই
অদৃশ্যের শামিয়ানা সরে না যাওয়া পর্যন্ত..।
জীবন কিছুটা ঘূর্ণী হাওয়ার মত..
নির্দিষ্ট গোলার্ধ ধরে ডানদিকে-
বা বাম দিকে নিয়ত হয়ে চলতে চায়,
কিন্তু সৃষ্টিকে তছনছ করেই শান্তি পায় ।
নিয়ন্ত্রণ নেই…
সমুদ্রসম ব্যপ্তি ঘটাতে চাই ..
কিন্তু না! নারকেলের অন্তভাগে
আবদ্ধ হয়ে রয়ে যাই..।
জীবনটা নিয়ন্ত্রণে নেই..
কতকটা লাগামহীন বলদ গরুর মত,
লাঙল নিয়ে মাটির বুক চিরে যায়
জমিকে করে দেয় ক্ষত বিক্ষত ।
কতকটা সবুজ পাতার মত
চির সবুজ হতে চায় পারে না..
ফাগুনের আগেই সমস্ত ঝরে যায়।
জীবন কতকটা মরুর মত!
রৌদ্রে তীব্র উত্তপ্ত, রাত্রিতে শীতল শীতলতায়
তবু বর্ষার আপন হয়ে ওঠা হলোনা,
সবুজেরও ফুল ফুটলো না ।
জীবনটা নিয়ন্ত্রণে নেই !
কতকটা বাঁশের মত…
যেদিকে হাওয়া সেদিকেই কাত..
দৃঢ় তালগাছ হয়ে উঠলো না।
কতকটা গৃহত্যাগী কবির মত..
পাতার পর পাতায় সাজিয়ে তোলে অমর কাব্যে..
তবু একটা সংসার সাজাতে পারেনা।

6 Comments
Anonymous
অসাধারণ
অমল দাস
ধন্যবাদ
Anonymous
অপূর্ব
অমল দাস
ধন্যবাদ
Anonymous
নিয়ন্ত্রণে নেই কোনো কিছু
থাকে না নিয়ন্ত্রণে জন্ম মৃত্যু
শুধু হাতড়ে বেড়াই ছলে
ইচ্ছে ভাবনা সব আমার দলে
ভুল ভাঙে কোনো এক সময়
নিয়ন্ত্রণ হারানো অবসন্নতায়।
শুভেচ্ছা জানাই কবি।
alapimon
অশেষ ধন্যবাদ প্রিয়, ভালো থাবেন। -অমল