
শূন্য এ বুকে
শূন্য এ বুকে
-প্রদীপ মণ্ডল
বদলে গেছে সময়, বদলে গেছে মানুষ গুলো
সচল প্রকৃতির নিয়মে।
বদলে তো যাব’ই, তুই আমি— ওরাও—
সব সময়ের খেলা,
দিনের পর রাত, রাতের পর দিন…
সময় সর্ব শক্তিমান
সব বদলে দিয়ে যাবে জানি একদিন
যদি প্রশ্নরা ভীড় করে,
একটা গোধূলী বিকেল তুলে রাখিস
সাজানো মনের ঝকঝকে সোকেশে।
তুই তো বলিসনা তাই প্রশ্নরা ও নিঃশ্চুপ!
কোনদিন ধুমকি লাগা বুকে হাত রাখিস—
সতত বেদনার মর্মর ধ্বনি তোকে বিচলিত করে তুলবে
আকাশের শূণ্যতা সেদিন ঢাকতে পারবেনা।
তোকে ধরে রাখতে তো পারব না!
সে স্পর্ধা কি আমার,
সেটাই হয়তো কঠিন নিয়তি!
এমনি করে যাই, অবসাদের ওপার—তারো—
নির্বিশেষে যদি মেঘ জমে, যদি ঝরে পড়ে,
সে বর্ষণে ভিজিয়ে নেব বুক, ভিজিয়ে নেব……
ভালোবাসি’ তাই উড়িয়ে দিলেম-—
খাঁচার না রেখে!!

One Comment
অমল দাস
সুন্দর লেখনী