কবিতা

জীবনের প্রহসন

 

জীবনের প্রহসন
-কল্যাণী ত্রিবেদী 

 

 

আমি এক ঈশ্বরের সন্তান
কিন্তু কি আশ্চর্য্য, ঈশ্বরের কোনো ও
শক্তি ই নেই আমার! আমি এক দুর্ভাগা অসহায় সন্তান।

জন্মদাতা পিতা মাতার করতে পারিনি
কোনো উপকার। সতী সাবিত্রী পতিব্রতা নারী-
মৃত্যুর হাত থেকে স্বামীকে বাঁচাবার,শত সাধনেও
পাইনি কোনো উপাচার।

স্নেহশীলা আদর্শ জননী আমি,
সন্তানের জন্ম দিতে পারি, কালের হাত থেকে
রক্ষা করার কোনো শক্তি নেই আমার। মাতৃত্বের মিথ্যা
অহংকারে গর্বিত আমি।

আমি এ কোন ঈশ্বরের সন্তান?
প্রহসনের জন্ম নিয়ে বেঁচে থাকার প্রয়াস!
তিল তিল করে গড়ে তুলি যন্ত্রণার ইতিহাস।

Loading

2 Comments

  • জ্যোৎস্না

    কি অপূর্ব লেখা,,, সত্যি কবেকার লেখা। আজ তবু আলো দেখলো। খুব ভালো লাগলো….

Leave a Reply to জ্যোৎস্নাCancel reply

You cannot copy content of this page