কবিতা

প্রতিশ্রূতি

প্রতিশ্রূতি
-রুনু ভট্টাচার্য্য

 

অসহায় নাগরিকের অর্থে আবারও কেনা হবে
নীরব, ললিতের হুইস্কির বোতল, বিদেশের টিকিট
প্রতিশ্রূতি কালো, সাদা, না কালো অর্থ আসছে
আবারও দেখবো সদ্য বিবাহিত মেয়ের পোড়া দেহ
কৃষি ঋণের ফসলে কৃষকের ঝুলন্ত শরীর
প্রতিশ্রূতি কালো, সাদা, না কালো অর্থ আসছে।
এম.এ, বি.এ, পাশ কিছু বেকার চাকুরির ক্যানসারের আক্রান্ত
পোড়া বিড়ির মুখে ওরা এখন স্বপ্ন দেখে সিগারেটের
প্রতিশ্রূতি কালো,সাদা, না কালো অর্থ আসছে।
সারদা থেকে নারদা আজ সবাই সাহেব,
CBI নাকি অন্যের গোলাম !
অন্ধকারে ছোট্ট ঘরে আজও নিরপরাধী বসে আছে মুক্তির আশায়
প্রতিশ্রূতি কালো,সাদা, না কালো অর্থ আসছে‍‍‌।
আবাস যোজনার এখন গরীবের স্বপ্ন পূরন
পঞ্চায়েত ও নেতা বাবুর লক্ষ টাকার এনফিন্ড
প্রতিশ্রূতি কালো, সাদা, না কালো অর্থ আসছে !

Loading

One Comment

Leave A Comment

You cannot copy content of this page