ছোট্ট সুখ

ছোট্ট সুখ 
-সীমা চক্রবর্তী 
একটু খানি চাওয়া আর একটু খানি পাওয়া
তাই নিয়ে তোমার আমার নিত্য তরী বাওয়া।
পুড়ছে দেখো পুড়ছে এ মন পুড়েই হবে শুদ্ধ
দহন জ্বালা জানবে না কেউ মনের কপাট রুদ্ধ।
কষ্টটাকে বুকে চেপে হাসো কতো যত্নে
আমিও আমার নকল হাসি সাজিয়েছি রত্নে।
আমি জানি তোমার ব্যথা, তুমিও জানো আমার
প্রতীক্ষা করা অ-হেতুক, সময় নয় তো থামার।
তবুও আমরা বাঁচবো নিয়ে নকল-মুখোশ হাসি
সর্বনাশের খেলায় মেতে হবই সর্বনাশী ।

Loading

One thought on “ছোট্ট সুখ

Leave A Comment