কবিতা

যান্ত্রিক

যান্ত্রিক
-পাপিয়া ঘোষ সিংহ

 

এ যেন এক হল্লা রাজার দেশ ,
সবাই কে হতে হবে এক মন্ত্রে দীক্ষিত,
হৃত অধিকার__শিক্ষা, চাকরি,
প্রতিবাদ, আন্দোলনের।

 

যদি করো প্রতিবাদ, তোমার ঠিকানা–
হবে গরাদের ওপারের কালকুঠরি।
যদি ক‍রো প্রশ্ন, তবে তুমি সন্ত্রাসবাদী!!
যদি তুমি হ‌ও অসুস্থ, রোগের নাম বলা___
যাবে না ,রাজার আছে বারণ।

 

রাজার মর্জিতে পাবে নবজাতক
জন্মের অধিকার।
সূর্যোদয় থেকে সূর্যাস্ত সব‌ই তাঁর ইচ্ছে।
আকাশ, বাতাস,জল, মাটি সব যেন রুদ্ধ
প্রাণ ভরে শ্বাস নে‍ওয়ার জো নেই ।

 

সমাজের উচ্চ স্তরের মানুষ গুলো
আজ শামুক হয়ে শক্ত খোলকে
মুড়িয়ে নিয়েছে নিজেদের।
ত্রাস নামক যন্ত্রে সবাই বাক্ শক্তি হারিয়ে
মন্ত্রমুগ্ধের মত রাজার স্তাবকে রূপান্তরিত।

 

একবার এসো উদয়ন মাস্টার,
শিক্ষিত করে তোলো ভবিষ্যত কান্ডারীদের।
সামনে দা‍ঁড়িয়ে বলতে শেখাও_____
দড়ি ধরে মারো টান-
রাজা হবে খান খান ।

 

ভাঙো যন্ত্রের জীবন শৃঙ্খল,
ভেঙে যাক্ হল্লা রাজার মূর্তি,
মুক্তির আনন্দে ,প্রাণের স্পন্দনে-
সমস্বরে গেয়ে ওঠো—–
“আমরা সবাই রাজা ,
আমাদের এই রাজার রাজত্বে”।

Loading

4 Comments

Leave a Reply to AnonymousCancel reply

<p>You cannot copy content of this page</p>