ধর্মোন্মত্ততা
-প্রিয়দর্শিনী মিত্র
ধর্মের নামে চলছে হাজার অধর্ম
এটাই যেন তমস্র মনের ভয়ঙ্কর সুকর্ম,
কুসংস্কারাচ্ছন্নরা ভুলেছে আসল ধর্ম,
লেলিহান উল্লাসে করছে যত অপকর্ম।
সঠিক ধর্মের ছেড়েছে সুগম পথ,
লাগামছাড়া বিকৃত আজ মনোরথ,
পথভ্রষ্ট আজ নানা মুনির নানা মত,
কদাকার রূপ নিয়েছে যত মত তত পথ।
জোড় করে শ্রেষ্ঠত্বের প্রমান?
বাস্তব অন্তরে বলবে বেইমান
কার নির্দেশে হয়েছ সবে শয়তান?
জেনে রাখ ভালমনে কখনো পাবে না স্থান।
সকল ধর্মের অন্তর কত সুন্দর,
অজ্ঞ আচরণে আজ হারাচ্ছে আদর।
রাম-রহিমের বিচ্ছেদের জন্য যারা তৎপর,
সীমাহীন স্পর্ধায় স্তম্ভিত শুদ্ধ ধর্মের অন্তর।
ধর্মের নামে আপন স্বার্থ পূরণে ব্যস্ত,
সত্য ছেড়ে মিথ্যার সঙ্গযাপনে হয়েছ অভ্যস্ত।
অন্ধ ধর্মাচরণে অসুখেরই পথ হচ্ছে প্রশস্ত,
জীবন সায়াহ্নে বুঝবে কি যে ভুল করেছ মস্ত।
ধর্মকে একবার জানো তো সঠিক করে–
সকল ধর্মই চলতে বলে ভালবাসার পথ ধরে।
হিংসাকারীকে ধর্ম পাপী বলে গণ্য করে।
ধার্মিক জানে, জীবন বাঁধা কর্মফলের’পরে।
অপুর্ব লেখনী
অসংখ্য ধন্যবাদ
ভারি সুন্দর লিখেছো, সময়োপযোগী লেখা