কবিতা

আকাশ আজ আকাশ নেই

আকাশ আজ আকাশ নেই
-বিকাশ কুমার মাইতি

 

আকাশ আজ আকাশ নেই আগের মত
তারা আজ তাঁরা হয়ে পড়ছে ঘুমিয়ে
কত প্রশ্ন জাগে মনে; পদ পদতলে তৃষ্ণার্ত মকর শিলে
বরফ ঝরে ঝরে শেষ জলবিন্দু বাষ্পে উবে
জন শূন্য প্রান্তর গড়ে দূর দূর ছত্র পতাকা হতে|

 

কত চান্দ আকাশে ছিল কে জানে?
বিজ্ঞান বলে স্নিগ্ধ চাঁদ একটাই আছে|
আজ চাঁদ চান্দ শকুন অনল রোষে
প্রেম প্রীতি রক্ত রণসফলতা জনগণ হবে
বরফ ঝরে ঝরে শেষ জলবিন্দু বাষ্পে উবে।

 

মেঘ আর মেঘ নেই হয়েছে পলিমার পলি
জল না ধরে মাখে লোহিত বোধা প্রলেপ সহে;
আকাশ আজ আকাশ নেই আগের মত
হয়েছে হুঙ্কার অন্ধ গলি, ক্রন্দনতারা জ্বলে মিটি মিটি।

 

সভ্যতার হাতছানি অন্ধ গলির চোরা পথে
পশু; মানুষ নামে আজ পশুর দলে|
এক পশু করে চলে জঙ্গল রাজ রাজকে
এক লোহিত সঙ্গে গড়া, পশুরাজ সিংহ আর কি হবে
যে বুক সভ্য সভ্যতা আছে তা আজ শেয়ালের পদতলে|

 

দেবী চন্ডীর কালকেতু তন্ত্র আজ অস্ত্রে মারণ
তুমি কাল খাবার লোভে এক দলে চল তাল|

 

মাঝে অনল চুলকানে তারা ঝরিয়ে কী লভে শবে?
বনের পশু বনের রাজ ফিরে পাবে
ঐ শেয়াল জুটবে কাল ভারিদলে–
ইন্দুর মরবে সাপ বিড়ালের মুখে|

 

আকাশ আজ আকাশ নেই আগের মত
ভরেছে ভীষণ রোষে লোহিত অনল তুষে

বন্য নিয়ন্ত্রক বিভীষিকার বুভুক্ষু পোষা জীবে
এর ভালে বিষ সুধা বোলবচন পানে|

মানুষ আজ মানুষ নেই গেছে আদিমতা ভরে
আকাশ আজ আকাশ নেই হয়েছে জমাট বাঁধা শব|

আদিম পশুরাজ চন্ডী গড়ে হল বন দেবী
কাল কেতুর গ্রাসে মরে সাধারণ পশু
আকাশ আজ আকাশ নেই হয়েছে
মরণতারা ধরা বাঁধার বিহ্বল স্থল|

 

এ যুদ্ধ শেষে কত কত পরিবার পথে নামে
চাঁদ আর চাঁদ নেই জ্বলছে অনল দাবা ঘৃতে
আকাশে চাঁদ নেই আছে সব শবে|
যুদ্ধের প্রাপ্য চোখ দেখে ঘুমঘুম চুরি
দুর্গতি চকিতে নিশ্চিত আশ্বাসে যাবে চলে|

Loading

One Comment

Leave A Comment

You cannot copy content of this page