
পয়লা বৈশাখ
পয়লা বৈশাখ
-শিবানী গুপ্ত
চৈত্র শেষে নতুন বেশে
বৈশাখী দাঁড়ালো এসে
মিষ্টি মধুর হাসিটি হেসে।
হাতে নিয়ে তার প্রীতির ডালা
ঐক্য–প্রত্যাশার গেঁথে মালা
নতুন দিনের ভোরে।
বাংলার নারী লালপেড়ে শাড়ি
মঙ্গল শাঁখে করিতে বরণ
আলপনা আঁকে দ্বারে।
প্রভাত পাখির সুমধুর তানে
বৈকালিক গীতে নবীন উদ্যমে নবপ্রেরণার টানে
উল্লাস জন–চিতে।
দিকেদিকেজাগেআনন্দেরসাড়া
প্রকৃতি সাজে অতি মনোহরা
বৈশাখীরে আলিঙ্গন সম্ভাষে।


2 Comments
অমল দাস
সুন্দর
Anonymous
Khub sundar