কবিতা

দিনকাল

দিনকাল
-সায়ন্তনী

 

গুটিকতক ছলচাতুরী
সবই হয় চতুষ্কোনে
তাবলে কি প্রেম দেবনা ?
ফুটেজের পরিত্রাণে
টেলিফোনে শব্দ বারণ
অফিসের ঝুট ঝামেলা
কথা হোক ম্যাসেঞ্জারে
একা বসে মিস পামেলা
বখাটে বিচ্ছু ছেলে
ওরা খায় পান্তা ইলিশ
বাকিদের তাসের ঘরে
ছাই পাশ কি যে গিলিস্?
ঝিনুকের পাতলা খোসায়
মুক্তার লুকোচুরি
চকচকে সোনাও তো হয়
জলতলে প্রাণ ডুবুরি
আফিমের গভীর নেশায়
ঘোর কাটে দিনের শেষে
মিথেনের পচা ডোবায়
শেষকালে সূর্য মেশে
সাদা বক নদীর ধারে
বালুচরে খাবার খোঁজে
মিঠে ভাত কেমন যে হয়
ভুখা পেট সেই তো বোঝে
প্রতিদিন ছুটছে মানুষ
অযথা আবিষ্কারে
কিবা হবে এ দেশেতে ?
পাচারে প্রথম বারে
লেখকের শব্দ খোঁজে
গোটাকত ভাষার চুড়ি
সবই তো ছন্দে মাতে
বিবেকের আত্ম কুড়ি
ছেনালি নিত্য জিনিস
গায়ে হাত ঘরের মেয়ে
ইজ্জত লুটছে সবাই
বাইরেতে একা পেয়ে
দুটো চাল কেও দেবেনা
সংসারে পেটের জ্বালা
আমি ভাই হচ্ছি খারাপ
ভাষাতে প্রকাশ শালা

Loading

4 Comments

Leave a Reply to AnupamCancel reply

<p>You cannot copy content of this page</p>