কবিতা

দেখেছ কখনও

দেখেছ কখনও
-সুদীপ্তা মন্ডল

 

 

কখনো কারো জীবনকে
চলে যেতে দেখেছ?
ওই দেখো আমার জীবন চলে যায়।
দেখো কেমন করে সে
মোচড়ানো স্বপ্ন রেখে যায়।
স্বপ্নরা অনাথ হয়।

জীবনহীন শরীরকে
কেউ কখনো দেখেছ?
কেমন করে পাপের পঙ্কিলে
আবর্তিত হয়?
ক্লিষ্ট শরীর,–
বোধহীন হয়ে রয়।

করেছ কখন ও,–
ছেড়ে যাওয়া জীবনের খোঁজ?
জীবন ছুঁতে গিয়ে মৃত্যুকে চুম্বন?
তার হিমশীতল চাহনিতে
পরম শান্তির আবাহন।

তনুমনে লেগে থাকা
মরণের আঘ্রান
নিতে নিতে; আবার ও
অনাস্বাদিত জীবনের
অভীপ্সায় ফিরে আসা।
আর কঠিন শীতলতায়
নতজানু হওয়া।
দেখেছ কখনও?।

Loading

One Comment

Leave a Reply to AnonymousCancel reply

You cannot copy content of this page