
অবক্ষয়
অবক্ষয়
-অমল দাস
বিষাক্ত বীজ পুঁতে চলেছে সমাজ রক্ষাধারী,
রক্ত নদী বইবে হয়তো চলছে তারই তৈয়ারী।
সাম্যের গান পদতলে অসাম্যের গান চলে,
মুক্ত আবহে শোষণের বেড়ি দুরাচারের কবলে।
ভোট ভিখারী উন্নয়নের ভুয়া স্লোগান করে,
সমাজ হতে চলেছে জঙ্গল রক্ত পিপাসুর ডরে।
দখলদারি ছিনিয়ে নেওয়ার প্রতিযোগিতা চলছে,
ন্যায় চাই মুক্তি চাই আক্রান্ত সুর বলছে।
মোহ জালে আবদ্ধ সত্যের পথ লিপ্সার আঁচলে,
রক্তস্নাত শিশু কোলে মা কাঁদছে হাসপাতালে।
নির্জন এলাকা খোঁজে কোমল শরীরের গন্ধ,
মাটির সাথে যুক্ত নেই টিভির পর্দায় দ্বন্দ্ব।
সৃষ্টিকারের মূল্য নেই ব্যাপারীর মধ্য-সূর্যোদয়,
খুনি পুলিশের খেলা চলে নাগরিকের ভয়।
আইনের নামে প্রহসন আর চলবে কত দিন ,
অর্থবানেরই স্বাধীনতা এখানে দরিদ্র পরাধীন ।
পূজ্য জনের মান নেই আছে অপূজ্যের সেলাম,
মানব যেন সম্পদই নয় শোষণ যন্ত্রের গোলাম।
কর্মহীন যুবা কর্ম লাগি টাকার থলি খোঁজে ,
বলি আলোড়নে কাঁপিয়ে দাও শক্তি যেন বোঝে।
একত্রিত হও যুবা তোল কম্পন আস্ফালনে,
মরচে ধরা সমাজের হোক উন্মেষ নবজাগরণে ।

12 Comments
Anonymous
খুব সত্যি কথা, গুছিয়ে বলা।
alapimon
ধন্যবাদ প্রিয় – অমল দাস
Anonymous
বাহ্
alapimon
ধন্যবাদ – অমল দাস
Anonymous
অনেক দিন পর পড়লাম আপনার লেখা। অসাধারণ।
alapimon
ধন্যবাদ বন্ধু – অমল দাস
Anonymous
সুন্দর
alapimon
ধন্যবাদ – অমল দাস
Anonymous
অসাধারণ
alapimon
অশেষ ধন্যবাদ – অমল দাস
Anonymous
প্রতিটি ছত্রে নীরব বিদ্রোহ গাথা।
alapimon
অশেষ ধন্যবাদ প্রিয়- অমল দাস