কবিতা

শুভ দিন

শুভ দিন
-রত্না চক্রবর্তী মুখার্জী 

 

 

সেদিন বোধহয় নক্ষত্রামৃতযোগ হয়েছিল
সেই গুরুবারে
স্বাতী,পুনর্বসু,পুষ্যা ও অনুরাধা হ’তে
অনিবার জ্যোতি এসে পড়েছিল
আমাদের পথের উপরে
তাই বুঝি আমাদের পায়ে পায়ে ছায়াপথ হ’লো।

 

পৃথিবীর কাজ শেষে,এসো, সেই পথে হাঁটি
এই পথে অমৃত, তুমি জানো,এই পথে মরণের জয়
সূর্য দিয়ে ঢাকা দিন
আলো চলে গেলে এই পথ মন্দ আলোময়।

 

আমাদের কথা দেখো,কতবর্ষ, কতকাল ধরে
লেখা হয়ে আছে চাঁদের বুকের ভিতরে

আমরা কলঙ্ক ভাবি,ভাবি কত ক্ষয়।

 

এভাবেই হেঁটে যায় চিরকাল পাশাপাশি প্রেমাতুর জন।
আমাদের এই পথ, এই পথের সৃজন
কেউ ভাবে নভপথ,কেউ ভাবে আলো।

 

এই গ্ৰহ, এই চাঁদ,এই নক্ষত্র বাহার,
এই নীল ছায়াপথ
এভাবেই অনন্ত আকাশের গায়ে
আমাদের গল্পগুলি
চিরদিন লিখে রেখে যাবে।

Loading

One Comment

  • কবি-তোফায়েল আহমেদ

    অনেক ভালোলাগলো।
    মনে সাহিত্যের পরশ জাগলো,
    শুভ কামনা আলাপনী মন ডট কমকে
    আমার কবিতা গল্প প্রকাশের আবেদন থাকলো।

Leave A Comment

You cannot copy content of this page