কবিতা

শেষ নদী

শেষ নদী
-সায়ন্তনী

 

আমার একটা কঠিন ব্যামো হয়েছে
দীর্ঘদিন ধরে বেঁধেছে নতুন বাস,
হৃদপিন্ড পুড়ছে গ্যাসের টানে
দিনের শেষে ছেড়েছি বাঁচার আশা।
আর হয়ত বা কাঁদবো না অভিমানে
না হয় হাসবো বিকেলের আলগোছে,
নতুন পৃথিবী বিদায় জানান দেবে
ভেসে যাবো নিরাশার অন্তহীন খোঁজে।
ডায়রির পাতা শুকিয়ে হবে খড়
আমার ভালবাসা স্তব্ধ থুক্কূরি,
চাঁদের পেয়ালায় স্বপ্ন ঠোঁটে আঁকা
কয়েক মুহূর্তে রোদ যাবে চুরি।
আমি তো নই আলাদীণের প্রদীপ
এক ঝলকে চমক করে দেবো,
জীবন তো রূপান্তরিত শিলা
সত্যিটাকে মাথা পেতে নেবো।
অভিমানগুলো থাকুক আবডালে
ইচ্ছেরা গড়ে নিয়েছে আজ ঘাঁটি,
আবেগ না হয় নিয়েই গেলাম সঙ্গে
রাগ গুলকে করে ছাই মাটি।
বছর ঘুরে আবার আসবো ফিরে
না হয় স্মৃতি জমুক নদীর চড়ে,
মানিয়ে নিও আমায় আলগোছে
একলা নদী অন্তর কেঁদে মরে।

Loading

One Comment

  • গ্রন্থকীট

    অনুধাবন করার মত হৃদয়, বিদ্যা, বুদ্ধি, মেধা কোমটাই আমার নেই তাই মন্তব্য করার মত অর্বাচিনতা দেখানোর সাহস নেই। তবে লেখা গুলোর অর্থবোধ না হলেও কেমন যেন মর্ম স্পর্স করে। সেই মনের অভিব্যক্তি প্রকাশ করলেম মাত্র। মন্তব্য নয়।

Leave a Reply to গ্রন্থকীটCancel reply

You cannot copy content of this page