বুদ্ধির বিপক্ষে
-রাজীব লোচন বালা
জীবন হল রূঢ় সত্য,
নানা রঙ্গে আবর্ত।
জ্ঞান-পান্ডিত্য, বাক্যবাণের মানুষ,
আছে হাজারো_____
সন্দেহ নাই, বিস্ময়ের অন্তও নাই!
এই বিশ্ব চরাচর।
বুদ্ধিবল নাকি বড় বল !!!
মানুষ ভেবে বসে,
বুদ্ধি আর প্রতাপ যে এক নয়,
তা কয়জন বোঝে।
মানুষ যারা যারা এই ধরণীতলে,
বুদ্ধি নয়, প্রেম আর ত্যাগের তরে____
চির প্রেমাসন পেল মানব হৃদ-কাননে।
বুদ্ধি দিয়ে সুদীপ্ত বাবু! হওয়া যায়,
গরীব মেহনতীর রক্ত-ঘামের মূল্য ফেরত দেওয়া যায় না।
বুদ্ধি দিয়ে এম.এল.এ. হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়,
মানুষের মন নিয়ে লুকোচুরি খেলা যায় ____
কিন্তু,
‘মানুষ’ হওয়া যায় না, সততার সহিত বাঁচা যায় না।
মনুষ্যত্বের বাণী বুদ্ধি দিয়ে মনে আসে না,
আসে বিবেক থেকে, হৃদয় মর্ম থেকে;
বিবেকের কথা, মনের অনুভূতির কথা_____
বুদ্ধি দিয়ে হয় না,
হয় প্রাণের পরশে, হয় জীবনবোধ থেকে।
মনে রাখা উচিৎ, বলি সবার মাঝারে____
বুদ্ধি দিয়ে স্বরাজ আসেনি !
বুদ্ধি দিয়ে ” দেশভাগ” রোধ করা যায় নি।
বুদ্ধি দিয়ে কখনো স্বাধীনতার হোম যজ্ঞে নিজেরে,
নিরঞ্জন দেওয়া যায় নি,
আত্মস্বার্থ শূন্য যুদ্ধের কাফেলায় ঝাঁপ দেওয়া যায় নি।
হয়েছে গভীর মহাভাবের প্রেমের টানে___
একাত্মতার টানে , ক্রন্দনরতা জননীর ব্যাথার টানে।
বুদ্ধি দিয়ে দেশের মানুষকে ঠকানো যায়,
এমনকি রাজসিংহাসনও পাওয়া যায় !
কিন্তু,
নেতাজী সুভাষ চন্দ্র বোস হওয়া যায় না,
ক্ষুদিরাম, ভগৎ সহ বীর শহীদ হওয়া যায় না।
বুদ্ধি দিয়ে দেশপ্রেমিক-প্রমিকা হওয়া যায় না____
পাষণ্ড হওয়া যায়, আখের গোছ গোছানো যায়,
চাটুকারিতা ,তালুচাঁটা “মানুষ রুপী মানুষ” হওয়া যায় !!!
বুদ্ধি দিয়ে কভু সৎ সাহসী “মানুষের মতোন মানুষ”____
মানুষ হওয়া যায় না, হতে পারে না।
বুদ্ধি দিয়ে দাঙ্গা-অসৈরনতা ,সাম্প্রদায়িকতার বিষ ঢেলে,
পৃথিবী গ্রাস করা যায়, মনুষ্যত্ব মেরে ফেলা যায়_____
ধর্মাধর্মের বিষাক্ত অনল এনে মানুষ মারা যায় ;
কিছু সৃজন করা যায় না।
সৃজন হয় মনের ভাবাশক্তির দ্বারা, প্রেমের দ্বারা,
মেলে তার প্রমাণ এই বিশ্বমানবের সায়রে।
বুদ্ধি দিয়ে অনেক বড় ” Position ” পাওয়া যায়,
বড় মনের মানুষ হওয়া যায় না, কখনো না।
সম্মান-প্রেম-ভালোবাসা সহ প্রীতি পাওয়া যায় না।
সত্যিই বলতে বুদ্ধি দিয়ে কবিতাও লেখা যায় না,
কবিতা লেখা যায় ” অনুভব ” দিয়ে, ” আবেগ ” দিয়ে __
মিথ্যা কিন্তু নয় ?
বুদ্ধি দিয়ে শব্দবাণ ছোঁড়া যায়,
মিথ্যা জ্ঞানদীপ্ত ভাষণ দেওয়া যায় ;
কিন্তু, তা কখনো হৃদয়স্পর্শী হয় না, হতে পারে না।
বুদ্ধি ! সাধারণ অর্থে যাকে বলা হয় ” I.Q.”!!!
হায়রে কারও বেশি আবার কারও কম ;
এই দিয়ে কি কখনো একাত্মতার ভাব-সলিলে মেশা যায়?
প্রত্যুত্তর, পাহাড় – মরু, নদী- আকাশ থেকে,
গুঞ্জে গুঞ্জে আসবে, বলবে না আসবে না !
কেন নয় ? যদি জাগে প্রশ্ন মনের মাঝে_____
প্রশ্ন করবে নিজেরে বুদ্ধি দিয়ে কি করলাম এ জগতে।
বুদ্ধি দিয়ে শুধুই নিলাম, দিলাম না কিছুই ;
তখন কিন্তু অনুতাপের আগুনে যেতে হবে, হবেই যেতে।
জীবনে তবুও বুদ্ধি চাই,
সুমতি চাই না !!!
জীবনে বুদ্ধিমান হতে চাই,
দায়িত্ববান হতে চাই না !!!
বুদ্ধি দিয়ে নিজেকে গুটিয়ে নিতে চাই,
প্রেমের বারিতে মানুষকে একসাথে নিয়ে,
রাঙ্গাতে চাই না !!! মিশতে চাই না !!!
বুদ্ধি দিয়ে কাউকে ডেঙ্গানো যায়,
সর্বোচক্ষের সামনে কাউকে ছোটো করা যায়_____
অপমান করে নীচু দেখানো যায় !
কিন্তু,
কারোর প্রাণের স্পর্শ বোঝা যায় না, দেখা যায় না।
জীবনে ____ জীবন চাই, মর্ম চাই,
এগিয়ে যেতে চাই, চলতে চাই – বলতে চাই,
মন- প্রাণ দিয়ে____
প্রেম- প্রীতি সহযোগে , ভালোবাসা দিয়ে ।
কোথায় সেই দিন ? সেই অম্লান সৌরোজ্জ্বল হাসি____
তারই খোঁজ করি জীবন ভরে, এই হিয়ার অন্দরে,
কেউ কি বলতে পারো মোরে ?
পারলে বলো_____
তবে বুদ্ধি দিয়ে নয়, পরম আর মরম মিলেমিশিয়ে,
একবার বন্ধু একাত্ম হয়ে এই ভবের মন্দিরে।
অদ্ভূত অনবদ্য ভাবনার অনন্য প্রকাশ।
সত্যিই তো আমরা শুধু বুদ্ধিমান হতে চাই, আপনার কবিতাটি পড়ে সেই মোহ ভেঙ্গে গেল।
আশা রাখি কবিতাটি অনন্য নিদর্শন হয়ে রবে।
খুবই সুন্দর হয়েছে।
অনবদ্য লেখনী।
এখন তো মনে হচ্ছে বুদ্ধি দিয়ে কিছু হয় না, সত্যিই তাই।
কবিতাটি হৃদয়ে গেঁথে রবে আজীবন।
বাহ্ অতি সুন্দর কবিবর।
পাঠ করে অপার মুগ্ধতা। 💜
আপনার এই কবিতাটি সত্যিই এতটা বাস্তবিক হয়েছে যে,
আজকের দিনের সাথে একেবারে মিলে গেল,
এরকম কবিতাই চাই যেখানে ইচ্ছা থাকবে, message থাকবে, অতীব সুন্দর বিশ্লেষণ।
অজস্র হার্দিক ধন্যবাদ ও কৃতঞ্জতা জানাই প্রিয় সাহিত্যিক বন্ধুদের।
আপনাদের মহামূল্যবান মন্তব্য আমার চলার পথের শক্তি হয়ে রবে।
প্রীতি জানবেন সদা।💜
দারুণ চিন্তা ভাবনার অনন্ত বিকাশ কবি মহোজ্জ্বল।
একদম ঠিক বলেছেন কবি।
🌄🌝🌞🌍☀🌺🍁অপার মুগ্ধতা🍁🌄 🎅🌲🌳☀🌏
সকল সাহিত্যিক বন্ধুদের আমার আন্তরিক ধন্যবাদ জানাই।
আপনাদের কবিতাটি ভালো লেগেছে জেনে আমি কৃতার্থ হলাম।
প্রীতি জানবেন সদা💜☺💜
Akdom sotto