বন্ধু…শুধু তোমার জন্য…..
-রুদ্র প্রসাদ
ধর্মশাস্ত্র, ফিদেল – কাস্ত্রো …. সব চুলোয় যাক ….,
ট্রাম্প – মোদী – মমতা, বিতর্ক আজ মুলতবি থাক……,
জাতের নামে বজ্জাতি গুলো সব নিপাত যাক ……..,
বন্ধুত্ব – মৈত্রী – সমঝোতা এক্সপ্রেস স্বীকৃতি পাক ।
দিন গুলো হবে ‘লর্ডস্’ এর মাঠে খুলে ফেলা ‘টি-শার্ট’,
দিন গুলো হবে ‘ব্যান্ড’-এর গান, ঝকঝকে, দারুণ ‘স্মার্ট’ ।
সকাল গুলো সুন্দর হবে তোমার সুমধুর কল্পনা নিয়ে ….;
যে আমার নয়, সেই তোমাকে একটি বার ছুঁতে চেয়ে ….;
জানি, তুমি কখনই তো আমার সামনে আসবে না,
সন্দেহ ছাড়া বিশ্বাস তো আমায় কখনই করবে না ।
কিন্তু পড়লে মনে, করবে যে ব্যাকুল, দেবে যন্ত্রণা ।
রহস্যের আড়ালে থেকে বলবে কথা, দেবে সান্ত্বনা ।
কী ই বা করতে পারি যখন মানে না, অসহায় এ মন !
তবু জানি ‘প্রেম’ মানেই তো প্রতীক্ষা, সারাটা জীবন ।
বলছি তবুও দিন গুলো হয়ে উঠুক ‘হুসেন’-এর ছবি,
তেমনই হোক, ঠিক যেমনটি বলেছিলেন বিদ্রোহী কবি ।
দিন গুলো হোক না এক অনির্বচনীয় প্রেমকাহিনী,
আসবে না জানি, হয়ে আমার সর্ববেদনা – বিনাশিনী !
আমি তোমাকে বিশ্বাস করি – এই কথাটাই মানি,
তোমার জন্য আমার হৃদয়ে শাশ্বত প্রেম আছে, জানি ।
বুঝি মানবে না তুমি, সাথে এই সমাজ – স্বজন – পরিবার,
তবু অামার অবুঝ মন শুধু তোমারই বন্ধুত্ব যে চায় বারবার !
কেবলই জানি যে – তুমিই আমার কাহিনীর ‘আনারকলি’ ,
কারোকেই পাইনি তো তাই, হিসেবে তোমার বদলি ।
তুমি আনো প্রকৃতিতে রঙের বাহার, যেন শৈল্পিক তুলির টান,
তোমার রঙে ভুবন রাঙিয়ে বলি, “তুমি যে আমার প্রাণ” ।
যতই বলি, “ওহে জুলিয়েট, আমি তো তোমারই রোমিও”
সকলে শুনে সহাস্যমুখে বলে, “এ ভুল কখনও না করিও” !
আমি পারিনি হতে ‘তসলিমা নাসরিন’ বা ‘সলমন্ রুশদি্’ ,
চাইলেও পারব না ভুলতে তোমার কথা, শেষ অবধি ।
সব শুনে সমাজ সকৌতুকে অট্টহাসি হাসে আর বলে,
“এখানে তোমার হবে নাকো ঠাঁই, অন্যত্র যাও চলে” !!!
সবার চোখে আমি না কি ‘বড়ই বেয়াড়া, একেবারে বাতিল’ !
বুভুক্ষু মন হাহাকার তোলে, ‘জীবনের গণিত কেন এতই জটিল’ ???
আজ আমি নিঃস্ব, চাল-চুলোহীন, কি আর বলব তোমায় ?
চললাম এখন, বলব না থাকতে আর খোলা জানালায় ।
কখনও যদি আসি ফিরে, হয়ত বা আবার দেখা হবে,
অজানা পথের অচেনা বাঁকে না হয় একটু দাঁড়িয়ে যাবে ।
জানবে – সারাজীবন তোমার জন্য, করে যাব প্রার্থনা অবিরত,
দেখা হলে, কষ্ট লুকিয়ে, বলব হেসে, “কেমন আছো ? ভালো তো” ???
!
বেশ সুন্দর লেখনী
ধন্য যোগে কৃতজ্ঞতা সতত প্রিয়বন্ধু…।
hi may I be your friend Rudra? ami apnar lekha gulo porechhi khub valo o lagchhe tai want to be … 😊
thanks a lot for your appreciation, & about friendship, why not ? search my name on Facebook, same picture is there as dp, ‘ll be happy to accept, thanks.
Hi thanks a lot … you r from?
you are most welcome, I’m from Contai, Purba-Medinipur, West Bengal, INDIA, and you are…???
আহা কি লিখিলে, ছ্যাঁকা কেস মনে হচ্ছে, তা খাওয়াচ্ছো কবে ? না একাই মেরে দেওয়ার ধান্ধা করছ ? মাঠে এসো সব হিসেব বুঝে নিচ্ছি 😜😜😜
ধন্যবাদ, তবে চিনতে পারলাম না, দুঃখিত
ভালোই লিখেছিস, তবে ভাষার চয়ন আরও ভালো হতে পারত। এটাও যথেষ্ট ভালো লিখেছিস তবে যে মানের লেখা তোর কাছে আশা করি বা তুই যে উৎকর্ষতার ছাপ গত কয়েকটা লেখাতে রেখেছিস, সেই নিরিখে বলতে পারি it’s below par, অবশ্য যদি এটা তোর আগেকার লেখা হয়ে থাকে তো আলাদা কথা। তোর কলমের কাছে আশার দাবী অনেক, নিজের মান ধরে রাখতে পারবি আশা করি। ভবিষ্যতে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছিস, এটাই দেখতে চাই। আশীর্বাদ করি অনেক বড় হ।
ধন্যবাদ স্যার, আপনার আশীর্বাদ পাথেয় করে চেষ্টা করে যাচ্ছি ও আগামীতেও করে যাব, হ্যাঁ ঠিকই ধরেছেন, এটা বেশ কিছু দিন আগের লেখা, পরেরবার নিশ্চয়ই চেষ্টা করব ভালো কিছু লেখার, ভালো থাকবেন, প্রণতি সতত…।
খুব সুন্দর ! মন ছুঁয়ে গেলো …
ধন্যবাদ অশেষ…
Mugdho holam prapyo bondhu.
Abar asibo fire dhan siri tir there
Ei banglay
Hoyto manush noy hoyto
Shongkho-chil shalikh er beshe…
Khub valo theko.
ধন্য যোগে কৃতজ্ঞতা সতত সুহৃদ
খুব ভালো
ধন্যবাদ অশেষ…।