অণু কবিতা ঊষরে ধূসরে May 18, 2018 / ঊষরে ধূসরে -সোনালী মণ্ডল আইচ ঘরে বাইরের উদাহরণে রোদ্দুর নিষ্ঠা কেবল বিসর্জন আবাহনের যদ্দুর পৃষ্ঠা ওপাশ দিয়ে শর্টকাট তৃতীয় নয়ন তারা-তারা ঘুম-ঘুম পাট ম্লান ক্ষণ পিপীলিকা শৃঙ্খলা চাটে শর্করার দানায় অন্তঃপুরের পর্দা হাঁটে স্ত্রীর পত্রখানায়।
One Comment
রাজীবলোচন
মনোমুগ্ধকর।