ভাল্লাগে না ছাই

ভাল্লাগে না ছাই
-সীমা চক্রবর্তী 

 

 

হটাৎ আজ খুব সকালে ভাঙলো ঘুমঘোর

জানলা পানে তাকিয়ে দেখি স্বপ্ন-মাখা ভোর।

পাখির মিষ্টি কুজন আর মন্দ মন্দ হাওয়া

নীল আকাশে এক টুকরো মেঘের তরী বাওয়া।

কানে কানে বলল এসে রঙ্গিন প্রজাপতি

‘ভালো করে তাকিয়ে দ্যাখ,ফুরালো যে রাতি’।

মন-খারাপের জায়গা নেই আর নতুন এই ভোরে

মখমলি আলোয় বদ্ধ রাত যাচ্ছে সরে সরে।

এতো আনন্দ!  ভাবছি যে কোথায় তাকে রাখি

দেখে দেখে আশ মেটেনা ক্লান্ত হয়না আখি।

হলুদ একটা পাতা উড়ে পরলো আমার গায়ে

চমকে উঠে বসি, স্বপ্ন-ঘোর ভেঙে যায়।

কোথায় ভোর কোথায় পাখি,নেই তো কিছুই আর

তীব্র রোদের ঝলকানি আর বাহন দের চিৎকার।

মন টা গেল খারাপ হয়ে, ভাল্লাগে না ছাই

এতো সুন্দর মেজাজ টার হলো ফর্দাফাঁই।

Loading

Leave A Comment