কবিতা

রিক্তক্ষণ

রিক্তক্ষণ
-রীণা চ্যাটার্জী

 

মন ঝলসানো ভালোবাসা আজ মৃতপ্রায়
নিয়েছে ঠাঁই মনের বদ্ধ কুঠুরির কোণায়।
বেদন রোদন সীমাহীনতায় আকাশ ছোঁয়া
নিঃশ্বাসে ব্যথা পাওয়া কায়াহীন অর্ধ ছায়া।
সাগরের নীল জলে মিশেছে নোনা বিষ
বাসনারা পুঞ্জীভূত ব্যর্থতা নিয়ে অহর্নিশ।
হাতছানি দেয় সুখ-স্বপ্ন-স্মৃতি অবিরত,
ফেরে মন, উঠে আসে রক্তাক্ত ক্ষত।
স্মৃতি মেশে উপেক্ষা, অবজ্ঞার উপাচারে
দু’চোখ ভরে আসে অতীতের উপহারে।
স্মৃতিময় সমর্পণের অবহেলিত অপমান
উষ্ণ অশ্রুর সাক্ষী আজ নিরলস দিনমান।
বিলুপ্তি চায় অবদমিত, ব্যথিত মনপ্রাণ
শীতলতার স্পর্শ মাখা হিমঘরে মৌন স্নান।
তনুমন অসহায়, আজো আলিঙ্গন চায়
ফিরে এসো ভালোবাসা কোমলতার ছায়ে।
জীবন বেঁচে থাকো ভাবের শুভ আশায়
দিগন্ত সাজবে আবার নব প্রভাতী বেলায়।

Loading

4 Comments

  • রুদ্র প্রসাদ

    অনন্য আবেশে অনুভূতির সমাহার,
    লেখনীর গুণেই সমৃদ্ধ, মূর্ত বাহার…;
    পঠনে হরিল বিষাদ, উৎফুল্ল তনুমন,
    স্বগত নিঃস্ব রিক্ততার পূরণ অনুপম…।

    অনিন্দ্যসুন্দর সৃষ্টি, লেখার জন্য অশেষ সাধুবাদ জানাই দিদি, খুব ভালো হয়েছে ।।

    • রীণা চ্যাটার্জী

      আপ্লুত হলাম। ভালোবাসা নিও ভাই

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>