কবিতা

প্রণমি তোমায়

প্রণমি তোমায়
-রীণা চ্যাটার্জী

আছো তুমি অবচেতন চেতনে
আছো তুমি আত্মার দৃঢ় বন্ধনে
আছো বিপ্লবী ধারার গঠনে
আছো মোদের রুধির দগ্ধ দহনে।

তুমি বেঁধেছিলে গান মৈত্রী সূত্রে
তুমি গড়ে দিলে মন বিপ্লবী মন্ত্রে
তুমি দিয়েছিলে ডাক জাতের ঊর্ধ্বে
তুমি ভেবেছিলে শুধুই মানব স্বার্থে।

তুমি বলেছিলে, সব ‘মা’র সন্তান’..
তুমি ডেকেছিলে, উন্নত শিরে হোও আগুয়ান
তুমি গেয়েছিলে, গান হাতে অগ্নিবীণ
তুমি সাহিত্যাকাশে ভাস্বর রবে চিরদিন।

হোক অক্ষয় তোমার সাম্যের গান
হোক জাগরুক আমাদের মান
হোক আজ তোমার মন্ত্রের সাধন
হোক আমাদের আত্মিক শোধন।

তোমার সুরে, তোমারই প্রেমে
তোমার মন্ত্রে, তোমারই ধর্মে
তোমার স্মরণে, তোমার বরণে
তোমার বন্দনা আমাদের মনে।
চিরন্তন হোক তোমারই ছবি
প্রণমি তোমায় ‘বিপ্লবী কবি’।

Loading

4 Comments

  • রুদ্র প্রসাদ

    অনুপম চয়ন,
    অভূতপূর্ব বুনন,
    অনন্য কবি বন্দন,
    অপূর্ব রচিত ব্যঞ্জন …

    খুব সুন্দর লেখনী দিদি, অসাধারণ নজরুল স্মরণ ।

  • Jyotsna Bhattacharya Trivedy

    বাহ, খুব সুন্দর কবি প্রনাম,,, কবিতা খুব ই ভালো হয়েছে।
    আমিও আমার সশ্রদ্ধ প্রনাম জানাই কবি কাজি নজরুল ইসলাম এর উদ্দেশ্যে…

  • রীণা চ্যাটার্জী

    সবারে করি আহ্বান,করি সশ্রদ্ধ কবিপ্রণাম।

Leave a Reply to Jyotsna Bhattacharya TrivedyCancel reply

<p>You cannot copy content of this page</p>