কবিতা

ফিরে এসো নজরুল

ফিরে এসো নজরুল
-অমল দাস

তুমি বিশ্বজনে সমাদৃত তুমি কাননের ফুল,

তুমি বিদ্রোহী, তুমি মানবতা, আমাদের নজরুল।

কি দুঃসাহসী কর্ম তোমার দুর্বার জীবন গতি,

কবিয়াল মসনদে তুমি এক আলোকদীপ্ত প্রভাতী।

চায়ের দোকানে জীবন খুঁজেছ- খুঁজেছ নদীর চরে,

সাহিত্যামৃত সুধা পান করেছ নাট্যদলে ঘুরে ঘুরে।

দুঃখের ঘরে কুঠার হেনে তুমি জয়ী দুখু মিঞা,

মুসলিম হয়ে শ্যামা সঙ্গীত- আন্দোলিত হিন্দু হিয়া।

স্বরাজ দাবীতে বিপ্লবী তুমি দিয়েছ হুঁশিয়ার হুঙ্কার,

সেনার বেশে দেশ রক্ষায় – মাতৃ বন্দনার অঙ্গীকার।

অনাচারে সোচ্চার লেখনী -তুমি বন্দী কারাগারে,

একই বৃন্তে হিন্দু মুসলিম তুমি এনেছো সমাচারে।

আর্থিক বৈষম্যে চিতায় উঠেছে কত নিরীহ প্রাণ,

ধনী দরিদ্র সকলই মানুষ বেঁধেছ সাম্যের গান।

কলমে তোমার মানব চেতনা বাঁশিতে বেদনা ঝরে,

কন্ঠামৃত সুরে একত্রিত করেছ আবালবৃদ্ধ-বনিতারে।

ধর্মের বেড়াজাল ছিঁড়ে তুমি দিয়েছ নব দিগন্ত পথ,

তোমার কাব্য তোমার গীতে উন্মেষিত নব মত।

আমি উদ্যমী উৎসাহী তোমার তেজ ধরেছি অঙ্গে,

কি দেশ তুমি চেয়েছিলে দেখো দুর্দিনের মেঘ বঙ্গে।

কালের আঘাতে সমাজ শুয়ে আছে হয়েছে ম্রিয়মাণ,

পায়ের বেড়ি খুলেছে তবু ফেরেনি নাগরিক সম্মান।

ধর্মের নামে হানাহানি সাম্যের খাতায় জমেছে ধূল,

একবার এসে হাল ধর তুমি আমাদের নজরুল।

ভেঙে দাও তুমি লৌহ কপাট শাসকের দুরাচার,

নতুন জন্ম নাও ভুবনে দিও মানবেরে উপহার।

Loading

10 Comments

Leave a Reply to রুদ্র প্রসাদCancel reply

You cannot copy content of this page