স্তব্ধ শব্দ

স্তব্ধ শব্দ
-তন্ময় সিকদার  

 

 

কত দিন হয়ে গেলো কোন ভাল শব্দ শুনিনি ।
চারপাশে রক্তের দাগ আর মাংস পচা গন্ধ
ধ্বংস স্তুপ আর মাঝে মাঝে বোম ব্লাস্ট,
বিকট শব্দ শুনতে শুনতে আমার কান দুটো স্তব্ধ হয়ে গেছে ।
আমি যতটুকু শুনতে পাই তা কান্নার আওয়াজ ,
শিশুদের আতঙ্কিত চিৎকার আর বড়দের ডুকরে কাঁদার শব্দ ।
শব্দ বলতে যা বুঝি মেশিনগান ,ট্যাঙ্ক আর ফাইটার প্লেন থেকে নির্গত ধ্বনি
তবে আর একটা শব্দ আছে বুটের ,যা বেশি ভয়ংকর
শেষ যেদিন ভাল শব্দ শুনে ছিলাম , তা ছিল একটি শিশুর হাসির
সে খিলখিলিয়ে হাসছিল কি নির্মল সে হাসি
সে হাসি দেখার জন্যই এক জীবন অনায়াসে পার করা যায় ।
সে হাসি সরল সে হাসি পূর্ণ জ্যোৎস্নার মত
অথচ কি একটা শব্দ হল আর থেমে গেল সে হাসি ।
তারপর থেকে আর কোন ভাল শব্দ শুনি নি
যা শুনেছি তা শুধুই নির্মম আতঙ্ক আর ক্রন্দন এর প্রতিধ্বনি

Loading

One thought on “স্তব্ধ শব্দ

Leave A Comment